নিউজ ডেস্ক,নরসিংদী প্রতিদিন,শনিবার, ২৬ মে ২০১৮: জেলার সোনারগাঁ উপজেলায় একটি পুকুর থেকে অজ্ঞাতপরিচয় (৩২) এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (২৬ মে) দুপুর সাড়ে ১২টার দিকে লাশটি উদ্ধার করা হয়।
সোনারগাঁ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আলমগীর হোসেন জানান, উপজেলার জামপুর ইউনিয়নের সিরাব এলাকার একটি পুকুরে দুপুরের দিকে একটি লাশ ভাসতে দেখে স্থানীয় লোকজন থানায় খবর দেন। পরে পুলিশ লাশটি উদ্ধার করা হয়। লাশটির ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
তিনি জানান, ধারণা করা হচ্ছে চার থেকে পাঁচদিন আগে কেউ ওই যুবকটিকে পিটিয়ে হত্যা করে তার লাশ পুকুরে ফেলে গেছে। তার পরনে শার্ট-প্যান্ট রয়েছে। লাশটির দুই চোখ উপড়ানো ও মুখ থেঁতলে দিয়ে মুখে কালো আলকাতরা মাখিয়ে রেখেছে। লাশটির পরিচয় জানার চেষ্টা চলছে।