নিজস্ব প্রতিবেদক,নরসিংদী প্রতিনিধি,বৃহস্পতিবার,৩১ মে ২০১৮ : গতকাল সকাল ১১ টায় নরসিংদী সদর উপজজেলার দক্ষিন শিলমান্দী গ্রামের ঈদগাহ সংলগ্ন ওহাব মিয়ার পুত্র মো: ফয়সাল মিয়া (২২) বিশ্বকাপ ফুটবল খেলাকে সামনে রেখে প্রিয় দল আর্জেন্টিনার পতাকা উড়াতে বাড়ীর সামনে আমগাছে উঠে। পরিত্যাক্ত এস এস পাইপের মাথায় দলীয় পতাকা লাগিয়ে আমগাছের মগ ডালে উঠলে, গাছের উপর দিয়ে যাওয়া ৪৪০ ভোল্ট বৈদ্যুৎতিক তারের সাথে লোহার পাইপের সংযোগে বিদ্যুৎপিষ্ট হয়ে ঘটনা স্থলে সে মারা যায়।