নরসিংদী প্রতিদিন, শনিবার ০২ জুন ২০১৮: নরসিংদীতে জাতীয় পার্টির নবগঠিত জেলা কমিটির পরিচিতিসভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার বিকেলে শহরের ব্রাহ্মণপাড়ার রাজনিবাসে এই পরিচিতিসভা অনুষ্ঠিত হয়।
জেলা কমিটির সভাপতি ও কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব মো. শফিকুল ইসলাম শফিকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য আজম খান।
এসময় বক্তব্য রাখেন জেলা কমিটির উপদেষ্টা আবু সায়ীদ স্বপন, শিবপুর উপজেলা সভাপতি জাহাঙ্গীর পাঠান, পলাশের সভাপতি জাকির হোসেন মৃধা, মনোহরদীর সভাপতি কামাল হোসেন প্রমুখ।
সভায় বক্তারা আগামী নির্বাচনের জন্য সব নেতাকর্মীদের প্রস্তুতি নিতে বলা হয় এবং নতুন কমিটির সকল সদস্যদের অভিনন্দন জানানো হয়। সভা শেষে উপস্থিত সকলকে নিয়ে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
নরসিংদী প্রতিদিন/ এলবি