নিজস্ব প্রতিবেদক,,নরসিংদী প্রতিদিন, শুক্রবার, ০৮ জুন ২০১৮: নরসিংদীতে রিজেন্ট ফেব্রিক্স এর ৬ষ্ঠ শোরুম উদ্বোধন হয়েছে। ৮জুন শুক্রবার বিকেল সাড়ে তিনটায় নরসিংদী বড় বাজারের জুয়েলারী পট্টিতে এর উদ্বোধন করেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মনজুর এলাহী।
এসময় উপস্থিত ছিলেন নরসিংদী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির সভাপতি আবদুুল্লাহ আল মামুন, জেলা যুবলীগের সভাপতি বিজয় গোস্বামী, রোটারী ক্লাব অব নরসিংদী মিডটাউনের আইপিপি মাহবুবুর রহমান মনিরসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
রিজেন্টে নিজস্ব উৎপাদিত পণ্য থ্রিপিছ, শাড়ি, পাঞ্জাবী, থান কাপড়, লেডিস স্কার্ফ, ধুতি, পারফিউমড, লেডিস পার্স, কট্টি সহ অনান্য সামগ্রী বিক্রয় কার্যক্রম এই উদ্বোধনের মাধ্যমে শুরু হল। এখানে উল্লেখ্য যে, আগামি ঈদুল ফিতরকে সামনে রেখে এই শোরুম উদ্বোধনের মধ্য দিয়ে নরসিংদীতে কাপড়ের বাজারের জন্য খ্যাত কালী বাজারে এই শোরুম নরসিংদীর ফ্যাশন সচেতন ভোক্তাদের চাহিদা মেটাতে ভূমিকা রাখবে বলে উদ্যোক্তারা আশা প্রকাশ করেন।