শরীফ ইকবাল রাসেল:,নরসিংদী প্রতিদিন,শনিবার, ০৯ জুন ২০১৮:
নরসিংদী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা বিএনপির সহ সভাপতি আলহাজ্ব মনজুর এলাহী বলেছেন, দেশের যে কোনো ক্রান্তি কালের উত্তরণ ঘটাবে এই উত্তরণ ক্লাব। কারন দেশে যে কোনো সময় বিপর্যয় আসতে পারে আর সেই সময়ে দেশের স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন। তার জন্য এই উত্তরণ ক্লাবের সদস্যরা এই সকল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
মনজুর এলাহী গত শুক্রবার শহরের জননী রেস্টুরেন্টে জিনারদী উত্তরণ ক্লাবের আয়োজনে এক ইফতার পূর্ব আলোচনায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।
উত্তরণ ক্লাবের সভাপতি মো. আজিম মিয়ার সভাপতিত্বে এসময় আরো উপস্থিত ছিলেন নরসিংদী জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এড. বাছেদ ভূইয়া, পানি উন্নয়ন বোর্ডের সাবেক প্রকৌশলী মো. সাহজাহান, নরসিংদী সরকারী কলেজের সাবেক জিএস গোলাম কবির কামাল, বিএনপি নেতা আমিনুল ইসলাম বাচ্চু, নরসিংদী সরকারী কলেজের সাবেক ভিপি খবিরুল ইসলাম বাবুল, মিয়া মো. মঞ্জুর লিটন, ইলিয়াছ আলী ভূইয়াসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। আলোচনা শেষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।