এম,শরীফ হোসেন,দুবাই থেকে,নরসিংদী প্রতিদিন,১০ জুন ২০১৮ : আগামী বৃহস্পতিবার চাঁদ দেখা গেলে শুক্রবার সংযুক্ত আরব আমিরাত সহ মধ্যপ্রাচ্যর দেশগুলোতে পবিত্র ঈদ-উল-ফিতর পালন করা হবে।
ঈদকে সামনে রেখে দুবাইর মার্কেট ও শপিংমল গুলো বেশ জমে উঠেছে।স্থানীয় আরবী বাসিন্দা ও বিভিন্ন দেশের প্রবাসি ক্রেতাদের ভিড়ে মুখরিত মার্কেটগুলো ক্রেতাদের পছন্দসই নিত্যনতুন,বাহারি ডিজাইনের কাপড় চোপড় সহ হরেক রকম পন্য দিয়ে সাজানো হয়েছে।
ক্রেতাদের দৃষ্টি নিজেদের প্রতি ফেরাতে পন্যর মূল্যহ্রাস লিফলেট আর লিটল বুক বানিয়েও বিলি করছে ব্যাবসায়ীরা।
উল্লেখ্য যে, দুবাইতে রয়েছে বিভিন্ন দেশ হতে আগত কয়েক লাখ শ্রমিক,কর্মচারি, কর্মকর্তা।তাদের অনেকেই ঈদ, পুজার মতো বিশেষ দিনকে সামনে রেখে গাঁয়ের টানে দেশে ফিরে।আর তারই
অংশ হিসেবে স্থানীয় মার্কেটে কেনাকাটা বেশ জমে উঠেছে।
এদিকে গোল্ড বাজারে ও রয়েছে বিশেষ ছাড়।রমযানের পূর্বে স্বর্ণের দাম ২২কেরটের প্রতি গ্রামের দাম ১৫০/১৫২ দেরহাম থাকলেও রমযানে তা কমিয়ে ১৪৫ /১৪৬ দেরহামে এসে পৌঁছেছে। অনেক দোকানী তাদের জিনিস তৈরির মুজুরিতে ৫০% ছাড় দিচ্ছেন।প্রতিযোগীতার এ বাজারে কেউবা আবার নির্দিষ্ট পরিমান ওজনে মুজুরির খরচ ছাড়ে শুধুমাত্র স্বর্ণের মূল দামটাই নিচ্ছেন।
তবে, বিমান টিকেটে চড়া দাম পড়ছে সকল ফ্লাইটের জন্য।আসা যাওয়ার টিকেট প্রতি প্রায় ২০০-৪০০দেরহাম পর্যন্ত দাম বৃদ্ধি পেয়েছে।তারপরও প্রিয়জনদের সাথে ঈদ করতে ইচ্ছুক নিজ দেশে গমনকারী ক্রেতাদের ভিড়ে ব্যাস্ত সময় কাটাচ্ছেন এয়ার লাইন ট্রাভেলস ব্যাবসায়ীরা।