নিউজ ডেস্ক,নরসিংদী প্রতিদিন,বুধবার,১৩ জুন ২০১৮:
ময়মনসিংহ নগরীতে মাদক দ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযান চলাকালে ৯৫০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ তিন যুবককে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন, শিপন (৩০), নয়ন বাশার (৩৫) ও সজীব ইসলাম (৩২)।
বুধবার (১৩ জুন) মধ্যরাতে নগরীর কালিবাড়ী এলাকার এসকে হাসপাতালের সামনে থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
জেলা গোয়েন্দা পুলিশের এএসআই ওমর ফারক এই খবরের সত্যতা নিশ্চিত করে জানান, বুধবার রাতে গোপন তথ্যের ভিত্তিতে ডিবি ওসির নেতৃত্বে অভিযান পরিচালনা করতে পাটগুদাম এলাকায় যাওয়া হয়। পরে নগরীর কালিবাড়ী এসকে হাসপাতালের সামনে কতিপয় মাদক ব্যাবসায়ীরা মাদক ভাগাভাগি করছিল এমন খবর আসে। তখন অভিযান চলাকালে মাদক ব্যবসায়ীরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় তিন যুবককে আটক করা হয়।
এ সময় তাদের দেহ তল্লাশি করে ৯৫০ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে তাদের গ্রেফতার করে জেলা গোয়েন্দা কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।
বুধবার বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে বলেও জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা