1. khandakarshahin@gmail.com : Breaking News : Breaking News
  2. laxman87barman@gmail.com : laxman barman : laxman barman
  3. shahinit.mail@gmail.com : narsingdi : নরসিংদী প্রতিদিন
  4. msprovat@gmail.com : ms provat : ms provat
  5. hsabbirhossain542@gmail.com : সাব্বির হোসেন : সাব্বির হোসেন
  6. wp-configuser@config.com : James Rollner : James Rollner
  7. wpapitest@config.com : wpapitest :
শনিবার, ২৭ জুলাই ২০২৪, ০৭:৩৬ পূর্বাহ্ন

বিজ্ঞাপণ দিতে ০১৭১৮৯০২০১০

গোল দেয়াকে কেন্দ্র করে ব্রাজিল-সুইজারল্যান্ড সংঘর্ষে আহত ৫

ডেস্ক রিপোর্ট | নরসিংদী প্রতিদিন
  • প্রকাশের তারিখ | সোমবার, ১৮ জুন, ২০১৮
  • ৩২৫ পাঠক

নিউজ ডেস্ক,নরসিংদী প্রতিদিন,সোমবার,১৮ জুন ২০১৮: নোয়াখালীর সেনবাগ উপজেলা কেশারপাড় ইউনিয়নে ফুটবল খেলায় গোল দেয়াকে কেন্দ্র করে ব্রাজিল ও সুইজারল্যান্ড দলের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত পাঁচজন আহত হয়েছে। এসময় কয়েকটি দোকান ভাঙচুর করা হয়। রোববার দিবাগত রাত ১টার দিকে খেলা চলাকালিন সময় দক্ষিণপাড়া ক্লাবঘর এলাকায় এই ঘটনা ঘটে।

আহতরা হলেন— ওই এলাকার মোরশেদ আলম (৩০), বেলাল হোসেন (২৮) ও রুবেল হোসেনসহ (২৭) ৫জন।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাত ১২টায় বিশ্বকাপের প্রথম পর্বে মুখোমুখি হয় ব্রাজিল ও সুইজারল্যান্ড। এসময় স্থানীয় ক্লাবঘর এলাকার একটি দোকানে খেলা দেখতে বসে ব্রাজিল সমর্থক মোরশেদ ও বেলাল। খেলা চলাকালিন তারা ঘোষণা দেয় ব্রাজিল দল আগে গোল করবে এবং জয়ী হবে। এ সময় পাশে থাকা সুইজারল্যান্ড সমর্থক রুবেল হোসেন তাদের সঙ্গে কথা-কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে অন্তত পাঁচজন আহত হয়। এসময় কয়েকটি দোকানে ভাঙচুর করা হয়। পরে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে সেনবাগ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সোমবার সকালে মোরশেদ ও রুবেলের অবস্থার অবনতি হলে তাদের উন্নত চিকিৎসার জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়।

সেনাবাগ থানার ওসি মঈন উদ্দিন আহমেদ জানান, ফুটবল খেলা দেখাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। তবে এ বিষয়ে কেউ থানায় অভিযোগ করেনি।



সংবাদটি শেয়ার করিুন

এই পাতার আরও সংবাদ:-



বিজ্ঞাপণ দিতে ০১৭১৮৯০২০১০



DMCA.com Protection Status
টিম-নরসিংদী প্রতিদিন এর সার্বিক তত্ত্বাবধানে শাহিন আইটি এর একটি প্রতিষ্ঠান-নরসিংদী প্রতিদিন-
Theme Customized BY WooHostBD