নিজস্ব প্রতিবেদক,নরসিংদী প্রতিদিন,বৃহস্পতিবার ২১ জুন ২০১৮:নরসিংদীতে সজিব মিয়া (৩২) নামের এক মাদক ব্যবসায়িকে একটি বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। আজ বৃহস্পতিবার ভোরে শহরের দত্তপাড়া এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর কাছ থেকে ১২০ ক্যান বিদেশি বিয়ার ও ছয় বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়।
জেলা গোয়েন্দা পুলিশের সঙ্গে কথা বলে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বুধবার রাতে জেলা গোয়েন্দা পুলিশের এসআই মোস্তাক আহমেদ শহরের পূর্ব দত্তপাড়া এলাকায় অভিযান চালায়। এ সময় প্রথমে ৯৬ ক্যান বিয়ারসহ সজিব মিয়াকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্যমতে ভোরে দুই রাউন্ড গুলিসহ একটি বিদেশি পিস্তল, আরো ২৪ ক্যান বিয়ার ও ছয়টি মদের বোতল উদ্ধার করা হয়।
এসআই মোস্তাক আহমেদ বলেন, গ্রেপ্তার সজিব নরসিংদী, সে দীর্ঘদিন ধরে মাদকের ব্যবসা করে আসছিলেন। এখন তার পেছনে কে আছে সে ব্যাপারে খোঁজ নেওয়া হচ্ছে। তার বিরুদ্ধে নরসিংদী সদর মডেল থানায় অস্ত্র আইনে ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।