নিজস্ব প্রতিবেদক,নরসিংদী প্রতিদিন, সোমবার, ২৫ জুন ২০১৮ খ্রি.
নরসিংদী রায়পুরায় গত রবিবার রাতে শিশু মামুন হত্যায় বাড়ীর মালিককে প্রধান করে ৬ জনকে এজাহার ভূক্ত এবং আরো ৬/৭জনকে অজ্ঞাত আসামী করে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন নিহতের পিতা মোঃ সুজন মিয়া।
এব্যাপারে গত রবিবার রাতেই বাড়ির মালিক মোঃ জয়নাল মাস্টার এবং তার ছেলে মোঃ আরমানকে গ্রেপ্তার করে সোমবার সকালে আদালতে দিয়েছেন রায়পুরা থানা পুলিশ।
উল্লেখ্য: গত ২০ জুন বুধবার মামুন নিখোঁজ হওয়ার ৩দিনপর শনিবার দুপুরে তার লাশের সন্ধান মিলে নিহত মামুনের পাশের বাড়ীর জয়নাল মাস্টারের ভবনের তিন তলা ছাদ থেকে। অর্ধ গলিত লাশ ছাদ থেকে রায়পুরা থানা পুলিশ উদ্ধার করেছে। পুলিশের ধারনা মামুনকে শ্বাসরুদ্ধ করে হত্যা করা হয়েছে।