শরীফ ইকবাল রাসেল* নরসিংদী প্রতিদিন, মঙ্গলবার, ২৬ জুন ২০১৮ খ্রি.
আন্তর্জাতিক পাবলিক সার্ভিস দিবস-২০১৮ উপলক্ষে নরসিংদী জেলা প্রশাসনের আয়োজনে র্যালী, আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে জেলা পর্যায়ে নরসিংদী ১০০ শয্যা বিশিষ্ঠ জেলা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ও হৃদরোগ বিশেষজ্ঞ ডা. এ,এন,এম মিজানুর রহমান শ্রেষ্ঠ কর্মকর্তার কৃতিত্ব অর্জন করেন।
গত ২৩ জুন জেলা প্রশাসন সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে নরসিংদী জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন এর হাত থেকে শ্রেষ্ঠ কর্মকর্তার সম্মাননা গ্রহণ করছেন ডা. এ, এন, এম মিজানুর রহমান। এসময় সরকারী বেসরকারী বিভিন্ন অফিসের কর্মকর্তা কর্মচারীগণ উপস্থিত ছিলেন।