নিজস্ব প্রতিবেদক, নরসিংদী প্রতিদিন মঙ্গলবার ২৬ জুন ২০১৮: ‘‘মাদককে না বলুন ও স্মার্ট ফোনের অপব্যবহার’’ নিয়ে নরসিংদীতে যুগান্তর স্বজন সমাবেশের উদ্যোগে স্কুল ও কলেজ ছাত্র-ছাত্রীদের নিয়ে প্রহেলা জুলাই থেকে মাস ব্যাপি সচেতনামূলক সেমিনার অনুষ্ঠিত হবে। সোমবার রাত আট ঘটিকায় নরসিংদী শেরে বাংলা কাবে স্বজন সভাপতি আসাদোজ্জামান খোকনের সভাপতিত্বে একটি সভা এসব উদ্যোগ গ্রহন করেন নরসিংদীর স্বজন সমাবেশের স্বজন বন্ধুরা।
বর্তমান সরকার মাদকের উপড়ে অভিযানকে স্বাগতম জানিয়ে নরসিংদী স্বজন বন্ধুরা নরসিংদীর ২টি উচ্চ বিদ্যালয় এবং ৩টি কলেজে এই সচেতনামূলক সেমিনার অনুষ্ঠিত হবে।
এসময় নরসিংদীর উপস্থিত ছিলেন, স্বজন সভাপতি আসাদোজ্জামান খোকন, সহ-সভাপতি শাহ আলম মিয়া, সরকার সগির আহমেদ, রতন কুমার দাস, সাধারন সম্পাদক লক্ষন বর্মন, সাবেক সাধারন মোমেনুল ইসলাম ভূইয়া, সুমন চন্দ্র সরকার, অর্থ সম্পাদক সৈকত জামান ভূইয়া, প্রচার, প্রকাশনা ও অনুষ্ঠান বিষয়ক সম্পাদক মৃম্ময় ভৌমিক, নির্বাহী সদস্য তুহিন ভূইয়া, রবিন মোল্লা প্রমূখ।
#
নরসিংদী প্রতিদিন? লক্ষন বর্মন