নিউজ ডেস্ক,নরসিংদী প্রতিদিন,বুধবার,২৭ জুন ২০১৮: গাজীপুর সদরের পুবাইলে ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজনের মৃত্যু হয়েছে। বুধবার (২৭ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে পুবাইলের মেঘডুবি এলাকার মীরের বাজার চৌরাস্তা বাইপাস সড়কে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন দুইজন।
পূবাইল পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. শাহীন মিয়া জানান, দুপুরে যাত্রাবাহী একটি অটোরিকশার সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার চালকসহ দুইজনের মৃত্যু হয়।এসময় গুরুতর আহত তিনজনকে গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। তিনি জানান, তাৎক্ষণিক নিহতদের পরিচয় জানা যায়নি।