খন্দকার শাহিন,নরসিংদী প্রতিদিন,বুধবার,২৭ জুন ২০১৮: প্রাচ্যের ম্যানচেস্টার খ্যাত
মাধবদী শহরের রাস্তা সংস্কার কাজের পরিদর্শন করেন মাধবদী পৌরসভার মেয়র হাজী মোশাররফ হোসেন প্রধান মানিক। তিনি বুধবার বিকালে মাধবদী বাসস্ট্যান্ড হতে আলগী বাজার পর্যন্ত রাস্তার সংস্কার কাজ পরিদর্শন করেন।
সরেজমিনে দেখা যায়, মাধবদী শহরের দীর্ঘ দিনের পুরনো রাস্তাগুলো খানাখন্দে ভর্তি হয়ে চলাচলের প্রায় অনুপযোগী হয়ে পড়েছে। জনগনের কষ্ট লাঘবে বলে এসব রাস্তাগুলো দ্রুত সংস্কারের জন্য দিনে রাতে কাজ করছে মাধবদী পৌরসভার মনোনীত ঠিকাদারী প্রতিষ্ঠানগুলো। এছাড়াও ড্রেন ও রাস্তা প্রশস্তকরন সহ বিভিন্ন উন্নয়নমূলক কাজ করে আসছে পৌর কর্তৃপক্ষ।
এ উন্নয়ন কাজ পরিদর্শনে মেয়রের সাথে অংশগ্রহণ করেন- মাধবদী বিশ্ববিদ্যালয় কলেজ এর অধ্যাপক মো: ইসমাইল হোসেন, মাধবদী শহর আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব সালাহ উদ্দিন, মাধবদী পৌরসভার ৬ নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব মোঃ দেলোয়ার হোসেন, মাধবদী থানা ছাত্রলীগের সভাপতি মো: মাসুদ রানা, মাধবদী শহর জাতীয় শ্রমিক লীগের সভাপতি ইকবাল হোসেন প্রধান প্রমূখ।