নিজস্ব প্রতিবেদক:
নরসিংদী জেলা প্রশাসনের নির্দেশনায় শহরের বিভিন্ন কয়েকটি কাপড়ের দোকান ও খাবারের রেস্তোরায় অভিযান পরিচালনা করেছেন ভ্রাম্যমান আদালত।
সোমবার বিকেলে জেলা শহরের কলেজ রোড খালপাড় এলাকায় অক্সফোর্ড সুপার সপ দোকানে অভিযান চালনো হয়। এসময় পণ্যের গায়ে মেয়াদ না থাকায় এবং বিএসটিআই এর অনুমতি ছাড়াই পণ্য প্যাকেটিং ও বাজারজাত করার দায়ে ১৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এছাড়া একই এলাকার মম এন্ড ডটার নামে একটি কাপড়ের দোকানে অভিযান পরিচালনা করা হয়।
দোকানে বিভিন্ন প্রকারের কাপড়ের নির্ধারিত মূল্যের কয়েকগুণ মূল্যে কাপড় বিক্রির দায়ে ৫ হাজার টাকা এবং শহরের বৌয়াকুর এলাকায় স্টাইলাস রেস্টুরেন্ট অপরিচ্ছন্নভাবে খাবার পরিবেশন ও জেলা প্রশাসনের ডিলিংস লাইসেন্স না থাকায় ১২ হাজার টাকা অর্থদ- আদায় করেন ভ্রাম্যমান আদালত। নরসিংদী জেলা প্রশাসন কার্যালয়ের সিনিয়র ম্যাজিস্ট্রেট লুবনা ফারজানা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদুল হক এই অভিযান পরিচালনা করেন।