শরীফ ইকবাল রাসেল*নরসিংদী প্রতিদিন,মঙ্গলবার, ০৩ জুলাই ২০১৮ খ্রি.
নরসিংদীর পলাশ উপজেলা পরিষদের উদ্যোগে ২০১৮ সালে এসএসসি পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান করা হয়েছে।
মঙ্গলবার সকালে পলাশ উপজেলা মাল্টিপারপাস অডিটরিয়ামে অনুষ্ঠিত শিক্ষা বৃত্তি প্রদান অনুষ্ঠানে স্থানীয় সংসদ সদস্য কামরুল আশরাফ খান পোটন প্রধান অতিথি হিসেবে এই বৃত্তি প্রদান করেন।
পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা ভাষ্কর দেবনাথ বাপ্পির সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পলাশ উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন। এসময় আরো উপস্থিত ছিলেন ঘোড়াশাল পৌরসভার মেয়র মো. শরীফুল হক, মহিলা ভাইস চেয়ারম্যান নাসিমা সুলতানা লাকি, উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. এ কে এম ফজলুল হক, যুব উন্নয়ন কর্মকর্তা শাহ মো. আরিফুর রহমান, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক আল-মোজাহিদ হোসেন তুষার সহ সরকারী বেসরকারী কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধি, শিক্ষার্থী ও রাজনৈতিক ব্যক্তিবর্গ। এসময় উপজেলার ১৪৯ জন মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান করা হয়।