ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি,মঙ্গলবার, ৩ জুলাই ২০১৮:
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু হয়েছে। কসবা উপজেলার খাড়েরা ইউনিয়নের গুলাসার গ্রামে নিহতরা হল গুলাসার গ্রামের বিল্লাল মিয়ার ছেলে তামিম মিয়া (৭) ও মেয়ে নাজমিম আক্তার (৫)। মঙ্গলবার সকালে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
স্বজনদের বরাত দিয়ে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. বিল্লাল হোসেন জানান, সকালে দুই ভাই-বোন খেলতে খেলতে বাড়ির পাশের পুকুরে ডুবে যায়। দীর্ঘ সময় তাদের না পেয়ে স্বজনরা খুঁজতে শুরু করেন। অনেক খোঁজাখুজির একপর্যায়ে পুকুরে অচেতন অবস্থায় তাদের পাওয়া যায়। এ অবস্থায় শিশু দু’টিকে উদ্ধার করে হাসপাতালের পথে তাদের মৃত্যু হয়।