স্টাফ রিপোর্টার,নরসিংদী প্রতিদিন সোমবার ৯ জুলাই ২০১৮ : সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সু-চিকিৎসা ও নি:শর্ত মুক্তির দাবীতে প্রতিকী অনশন করেছে নরসিংদী জেলা বিএনপি। গতকাল সোমবার সকাল ১১টা থেকে শহরের চিনিশপুরস্থ জেলা বিএনপির কার্যালয়ের সামনে শুরু হয় এই প্রতিকী অনশন। অনশনে সভাপতিত্ব করেন জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি সুলতান উদ্দিন মোল্লা।
এসময় বক্তব্য রাখেন, বিএনপির কেন্দ্রীয় কমিটির মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক লে. কর্নেল (অব.) জয়নাল আবেদীন, জেলা বিএনপির সহ-সভাপতি রোকেয়া আহমেদ লাকী, সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন মাস্টার, যুগ্ম সাধারণ সম্পাদক হারুন-অর-রশিদ হারুন,আকবর হোসেন, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নূরুল ইসলাম, শহর বিএনপির সভাপতি গোলাম কবির কামাল, সাধারণ সম্পাদক ফারুক উদ্দিন ভূইয়া,জেলা বিএনপির প্রচার সম্পাদক শাজাহান মল্লিক,দপ্তর সম্পাদক আমিনুল হক বাচ্চু, শহর বিএনপির সাংগঠনেক সম্পাদক মনিরুল হক জাবেদ, জেলা যুবদলের সভাপতি মহসীন হোসেন বিদ্যুৎ, সিনিয়র সহ-সভাপতি শাহেন শাহ্ শানু, জেলা তাঁতীদলের সভাপতি হুমায়ন কবির কামাল,জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি নাসির উদ্দিন, সাধারণ সম্পাদক শাহরীয়ার শামস্ কেনেডি, জেলা ছাত্রদলের সভাপতি নজরুল ইসলাম ভূইয়া, সাধারণ সম্পাদক আব্দুর রউফ ফকির রনি।
এসময় জেলা বিএনপির ইকবাল হোসেন,ডা: নাসিরউদ্দিন সরকার,নুর মোহাম্মদ চেয়ারম্যান,আওলাদ হোসেন মোল্লা,জেলা যুবদলের মাসুদ রানা,নাজমুল হোসেন ভূঞা,জেলা ছাত্রদলের মাজহারুল ইসলাম হীরা,আহসানউল্লাহ,সিদ্দিকুর রহমান নাহিদ,মাইনউদ্দিন,ফয়সাল মুন্না,সজীব ভূঞা,শামীম সরকারসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
# লক্ষন বর্মন