শিবপুর আসনে আওয়ামীলীগ থেকে মনোনয়ন প্রত্যাশী হারুনুর রশীদ খানের আহবানে এক বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার মুনসেফেরচর ইটাখোলা মোড়ে শিবপুর উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে জনসভা অনুষ্ঠিত হয়েছে। শিবপুর আসনে আওয়ামীলীগ থেকে মনোনয়ন প্রত্যাশী শিবপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও ত্যাগীনেতা হারুনুর রশীদ খানের আহবানে শিবপুর উপজেলা আওয়ামীলীগ ও ৯টি ইউনিয়নের হাজার হাজার তৃনমূল নেতাকর্মীরা সু-সংগঠিত হয়ে জনসভায় উপস্থিত হয়েছেন।
উক্ত জনসভায় সভাপতি ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও আগামী জাতীয় সংসদ নির্বাচনে শিবপুর থেকে মনোনয়ন প্রত্যাশী হারুনুর রশীদ খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবপুর আসনের সাবেক এমপি ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আগামী জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব জহিরুল হক ভূইয়া মোহন। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সামসুল আলম ভূইয়া রাখিল। অন্যান্যদের মাধ্যে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এড. খোরশেদ আলম ভূইয়া, যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, সাংগঠনিক সম্পাদক বিপ্লব চক্রবর্তী, যুবলীগের সাধারণ সম্পাদক শেখ কামাল হোসেন কামাল, মহিলা আওয়ামী লীগের আহ্বায়ক তাপসী রাবেয়া, পৌর আওয়ামী লীগের সভাপতি মো: খোকন ভূইয়া, সাধারণ সম্পাদক মো: ফারুক খান। পুটিয়া ইউপি চেয়ারম্যান খন্দকার এলিছ আহম্মেদ, আয়ূবপুর ইউপি চেয়ারম্যান মজিবুর রহমান সরকার, যোশর ইউপি চেয়ারম্যান রাসেল আহম্মেদ, জয়নগর ইউপি চেয়ারম্যান নাদিম সরকার, সাধারচর ইউপি চেয়ারম্যান মাছিহুল গনী স্বপন, উপজেলা আওয়ামীলীগের সাংগনিক সম্পাদক ও উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ইফতেখার উ্িদ্দন খান নিপুন, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক রিফাত রাখিলসহ উপজেলা কৃষক লীগ, শ্রমিক লীগ, উপজেলা, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগ ও অংগ সংগঠনের নেতাকর্মীরা। বিশেষ অতিথি জহিরুল হক ভূইয়া মোহন তার বক্তব্যে বলেন আমরা আজ শিবপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি হারুনুর রশীদ খানের নেতৃত্বে শিবপুর আওয়ামীলীগের সকল নেতাকর্মীরা ঐক্যবদ্ধ আছি, মৃত্যুর আগপর্যন্ত আমারা ওনার নেতৃত্বেই ঐক্যবদ্ধ থেকে আওয়ামীলীগের হয়ে কাজ করে যাব এবং যদি মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনা আমাদের দুজনের মধ্যে হারুনুর রশীদ খানকে মনোনয়ন দেন তাহলে আমি আমার সর্বচ্চ দিয়ে ওনাকে বিজয়ী করার লক্ষে কাজ করে যাব। প্রধান অতিথি হারুনুর রশিদ খান তার বক্তব্যে বলেন আমার নেতৃত্বে শিবপুরের আওয়ামীলীগ আজ সু-সংগঠিত। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তৃণমুল নেতাকর্মীদের মতামতের বিত্তিত্বে আগামী জাতীয় নির্বাচনে মনোনয়ন দিবেন, সেই হিসেবে আমি, জহিরুল হক মোহন ও সামসুল আলম রাখিল মনোনয়ন প্রত্যাশী। আমাদের তিনজন ব্যতিত অন্য কাউকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মনোনয়ন দিবেন না বলে আসা করি। আমরাই তৃণমুল নেতাকর্মীদের নিয়ে শিবপুর উপজেলা আওয়ামীলীগকে ঐক্যবদ্ধ করে রেখেছি। শিবপুর আসন থেকে আমাদের তিনজনের মধ্যে যাকেই মনোনয়ন দেওয়া হবে, আমরা ঐক্যবদ্ধ হয়ে তাকেই বিজয়ী করে শিবপুর আসনটি শেখ হাসিনাকে উপহার দিব ইনশাহল্লাহ।