শরীফ ইকবাল রাসেল* বুধবার,১১ জুলাই ২০১৮ খ্রি. নরসিংদী প্রতিদিন:
“পরিকল্পিত পরিবার, সুরক্ষিত মানবাধিকার” এই শ্লোগানকে ধারন করে বুধবার দুপুরে সারা দেশের মতো নরসিংদীতে পালিত হয়েছে আন্তর্জাতিক জনসংখ্যা দিবস। দিবসটি উপলক্ষে জেলা পরিবার পরিকল্পনা বিভাগের আয়োজনে জেলা শিল্পকলা একাডেমীতে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আব্দুল আউয়াল এর সভাপতিত্বে অনুষ্ঠানে নরসিংদী জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আলোচনা শেষে বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখায় তাদেও হাতে সম্মাননা ক্রেষ্ট তুলে দেন।
নরসিংদী সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা সবুজ হাওলাদারের উপস্থাপনায় এসময় আরো উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক ড. এটি এম মাহবুব উল করীম, নরসিংদী সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আলী, জেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুর রাজ্জাক, পরিবার পরিকল্পনা বিভাগের সহকারী পরিচালক (সিসি) ডা. ওবায়দুর কবীর খান। আরোচনা পর্বে প্রধান অতিথি বলেন, পরিবার নিয়ে বিভিন্ন দেশের বিভিন্ন পরিকল্পনা আছে। আমাদেও দেশের সাথে অন্য দেশের পরিবার পরিকল্পনার মিল নেই। কেননা আমাদেও দেশে লোক সংখ্যা বেশী আর অন্য দেশের লোক সংখ্যা কম তাই নিজ নিজ দেশের জন্য আলাদা আলাদা পরিকল্পনা রয়েছে। তবে কথা হলো পরিকল্পিত পরিবারের মাধ্যমে দেশের সম্পদ তৈরী হয়।
আলোচনা শেষে কাজের স্বীকৃতি স্বরুপ পুরস্কৃত বিতরণ করা হয়।