আন্তর্জাতিক ডেস্ক,নরসিংদী প্রতিদিন,শুক্রবার, ১৩ জুলাই ২০১৮:
পাকিস্তানের বালুচিস্তানে একটি নির্বাচনী সমাবেশে বোমা হামলায় অন্তত ৮৫ জন প্রাণ নিহত হয়েছেন। নিহতদের মধ্যে রয়েছেন প্রাদেশিক নির্বাচনের একজন প্রার্থী। এ ঘটনায় আহত হয়েছেন ১৫০ জনেরও বেশি মানুষ।
শুক্রবার (১৩ জুলাই) বিকেলে বেলুচিস্তানের মাসটাং জেলায় এই বিস্ফোরণ ঘটানো হয়। নিহতের সংখ্যা বৃদ্ধির পাওয়ার আশঙ্কা করা হচ্ছে।
বালুচিস্তান আওয়ামী পার্টি (বিএপি)-এর নেতা নওয়াবজাদা সিরাজ রাইসানি মাস্টুং জেলায় জনসমাবেশ করার সময় ওই বোমা হামলা চালানো হয় বলে জানিয়েছে স্থানীয় একজন পুলিশ কর্মকর্তা।
নিহত সিরাজ বালুচিস্তানের চিফ মিনিস্টার নওয়াব আসলাম রাইসানির ছোট ভাই।
আহতদের মাস্টুংয়ের হাসপাতালে নেয়া হয়েছে। আহত সিরাজকে কুয়েটায় স্থানান্তরের সময় তিনি মারা যান।
তাৎক্ষণিকভাবে কেউ এই হামলার দায় স্বীকার করেনি। এর আগে গত মঙ্গলবার রাতে পেশোয়ারে আওয়ামী ন্যাশনাল পার্টির (এএনপি) নির্বাচনী সমাবেশে আত্মঘাতী বোমা বিস্ফোরণে ২০ জন নিহত হন।
ওই হামলায় এএনপির নেতা ও নির্বাচনের প্রার্থী হারুন বিলার প্রাণ হারান। পরে ওই হামলার দায় স্বীকার করে কট্টরপন্থী সংগঠন তালেবান। সূত্র: ডন নিউজ