নিজস্ব প্রতিবেদক, শনিবার, ১৪ জুলাই ২০১৮ খ্রি, নরসিংদী প্রতিদিন
নরসিংদীর পলাশে ধর্ষনের শিকার হয়েছে ৫ম শ্রেণীর এক শিক্ষার্থী। শনিবার দুপুরে উপজেলার চরসিন্দুর ইউনিয়নের টান চলনা গ্রামে এই ঘটনাটি ঘটে।
পলাশ থানার দায়িত্বরত পুলিশ কর্মকর্তা (ডিউটি অফিসার) মো. মনজুরুল ইসলাম ধর্ষিত স্কুল ছাত্রীর বরাত দিয়ে জানিয়েছেন, শনিবার বেলা ১২ টায় জনৈক শিক্ষার্থী স্কুলে যাওয়ার পথে টান চলনা এলাকার আলা উদ্দীন ফকিরের ছেলে আবু তাহের (৩৫) মেয়েটিকে তুলে নিয়ের বাড়িতে নিয়ে যায় এবং ঘরে আটকে রেখে ধর্ষন করে।
এই ঘটনা পলাশ থানা পুলিশকে জানালে পুলিশ ধর্ষিতা শিক্ষার্থীকে উদ্ধার করে এবং চিকিৎসার জন্য হাসপাতালে প্রেরন করেন।
এই ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন এই পুলিশ কর্মকর্তা।