খন্দকার শাহিন,নরসিংদী প্রতিদিন,শনিবার,১৪ জুলাই ২০১৮: নরসিংদীর মাধবদীতে ঐতিহ্যবাহী রথ যাত্রা অনুষ্ঠিত হয়েছে। ১৪ জুলাই শনিবার বিকালে গোরাঙ্গ মহাপ্রভূ আখরায় এর উদ্বোধন করেন মাধবদী পৌরসভার মেয়র হাজী মোশাররফ হোসেন প্রধান মানিক।
পরে শত শত ভক্ত পুন্য অর্জনের আশায় নিজের পাপ মোচনের লক্ষ্যে রাধা মদন মোহন আরোহিত সুসজ্জিত রথ যাত্রার দড়ি ধরে এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যান। এ রথ যাত্রার আয়োজক হিসেবে উপস্থিত ছিলেন মাধবদী পৌরসভার প্যানেল মেয়র গৌতম ঘোষ, লক্ষণ চন্দ্র দাস, দ্বীপক চন্দ্র শাহা, রবীন চন্দ্র সূত্রধর।