স্পোর্টস ডেস্ক,নরসিংদী প্রতিদিন,রবিবার,১৫ জুলাই ২০১৮:
বিশ্বকাপে ক্রোয়েশিয়ার ইতিহাস গড়তে আর মাত্র কিছুক্ষণ। লুঝনিকিতে আজ ফাইনালে তাদের প্রতিপক্ষ ফ্রান্স। মাঠের পর মাঠ কাঁপাচ্ছেন রাকিটিচ, মানজুকিচ, মডরিচরা। অপরদিকে শেষ ষোলোর ম্যাচে থেকেই দলের সঙ্গে আছেন ক্রোয়েশিয়ার প্রেসিডেন্ট কলিন্ডা গ্র্যাবার কিটারোভিচ।
জাতীয় দলের জার্সি গায়ে গ্যালারিতে উপস্থিত থেকে দলকে সমর্থন দিয়েছেন। শুধু তাই নয়, ড্রেসিংরুমে গিয়ে ফুটবলারদের সঙ্গে নেচে-গেয়ে জয় উদযাপনও করেছেন।
এবার বহুল প্রতীক্ষিত ফাইনাল ম্যাচের আগে এক ভিডিও বার্তায় দলের জন্য দেশবাসীকে উল্লাস করার আহ্বান জানিয়েছেন আলোচিত এই প্রেসিডেন্ট।
নিজের ভেরিফাইড ফেসবুকে পেজে পোস্ট করা ভিডিওতে তিনি বলেন, ‘আজকে রাতে ক্রোয়েশিয়ার জন্যে সবাই উল্লাস করো। আমরা সেই অপেক্ষায় মুখিয়ে আছি। ধন্যবাদ রাশিয়া, আমরা আসছি।’
বিমানে ভ্রমণের সময় বানানো ওই ভিডিওবার্তায় তিনি আরও বলেন, ‘ক্রোয়েশিয়ার ভক্তদের পক্ষ থেকে রাশিয়ার আতিথেয়তার জন্য তাদের ধন্যবাদ জানাই। আয়োজক হিসেবে তোমাদের তুলনা নেই।’
এরআগে ইংল্যান্ডের বিপক্ষে মেসিফাইনালে জয়ের পর কলিন্ডা গ্রাবার বলেছিলেন, ‘আমি অত্যন্ত উত্তেজিত। জানি না, কীভাবে রোববারের (ফাইনাল ম্যাচের) জন্য অপেক্ষা করবো।’
গ্যালারিতে বসেই ফাইনাল ম্যাচ দেখবেন তিনি। ন্যাটোর সম্মেলন চলাকালে গণমাধ্যমকে জানিয়েছিলেন, ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর সঙ্গে বসে ফাইনাল ম্যাচ দেখবেন।
তার আগে তিনি বলেছিলেন, ‘আমি ফাইনাল দেখতে যাবে কোন রাজনীতিক বা প্রেসিডেন্ট হিসেবে না। ক্রোয়েশিয়া ফুটবলের একনিষ্ঠ সমর্থক হিসেবে, এমন একজন হিসেবে যে কিনা বাল্যকালে ফুটবল খেলেছে।’
এর আগে বিশ্বকাপের প্রথম মিশনেই সেমিফাইনালে। ১৯৯৮ সালের বিশ্বকাপে চ্যাম্পিয়ন ফ্রান্সের বিপক্ষে ২-১ গোলে হেরে শেষ চার থেকে বিদায় নিয়েছিল তারা। এবার তাই প্রতিশোধ নেয়ারও সুযোগ থাকছে তাদের সামনে।