শরীফ ইকবাল রাসেল, সোমবার, ১৬ জুলাই ২০১৮ খ্রি, নরসিংদী প্রতিদিন
নরসিংদীর পলাশে কৃষি ও প্রযুক্তি মেলার উদ্বোধন করা হয়েছে। সোমবার সকালে স্থানীয় সংসদ সদস্য কামরুল আশরাফ খান পোটন এই মেলার উদ্ধোধন করেন। ৭দিনব্যাপী এই উদ্বোধনী মেলায় আরো উপস্থিত ছিলেন উপেজলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ভাস্কর দেবনাথ বাপ্পী, ঘোড়াশাল পৌরসভার মেয়র শরিফুল হক, উপজেলা কৃষি কর্মকর্তা মো. আমিরুল ইসলাম পলাশ উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ওবায়দুল কবীর মৃধা ও পলাশ উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক আল মোজাহিদ হোসেন তুষার প্রমূখ। এর আগে প্রধান অতিথি বিভিন্ন প্রতিষ্ঠান প্রধানের হাতে গাছের চারা বিতরণ করেন। এবং উপজেলা চত্তওে একটি গাছের চারা রোপন করেন। মেলায় বিভিন্ন গাছের চারা নিয়ে নার্র্সারী মালিকগণ স্বতস্ফুর্তভাবে অংশ গ্রহণ করেন। মেলা চলবে আগামী ২২ জুলাই পর্যন্ত।