নিজস্ব প্রতিনিধি,নরসিংদী প্রতিদিন,মঙ্গলবার,১৭ জুলাই ২০১৮ : আড়াইহাজার উপজেলা দলিল লিখক সমিতি আসন্ন আড়াইহাজার পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আলহাজ সুন্দর আলীর পক্ষে পৌর সদর এলাকায় ব্যাপক মঙ্গলবার দিনভর গণসংযোগ করেছেন। দলিল লিখক সমিতির সাধারণ সম্পাদক নুরুল আমিনের নেতৃত্বে দলিল লিখক সমিতির নেতৃবৃন্দ এ গণসংযোগে অংশগ্রহণ করেন।
দলিল লিখক সমিতির সাধারণ সম্পাদক নুরুল আমিন বলেন, আড়াইহাজার পৌরসভায় নৌকার গণজোয়ার সৃষ্টি হয়েছে। আগামী ২৫ জুলাই অনুষ্ঠেয় পৌরসভা নির্বাচনে আলহাজ সুন্দর আলী বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হবে। পৌরবাসী আলহাজ সুন্দর আলীকে বিজয়ের মালা পড়ানোর জন্য উম্মুখ হয়ে আছে। গনসংযোগকালে নারী পুরুষ সকলেই আলহাজ সুন্দর আলীকে ভোট দিয়ে নির্বাচিত করার কথা বলেন। তারা পৌরবাসীর উন্নয়নের স্বার্থে নৌকা মার্কাকে বেছে নিচ্ছেন বলে নুরুল আমিন জানান।