নিজস্ব প্রতিবেদক*বুধবার,১৮ জুলাই ২০১৮ খ্রি, নরসিংদী প্রতিদিন:
পলাশ উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী জনসচেতনতামূলক এক দিনের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে পলাশ উপজেলা সম্মেলন কক্ষে প্রশিক্ষনে পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা ভাস্কর দেবনাথ বাপ্পীর সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পলাশ উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন।
এসময় আরো উপস্থিত ছিলেন, ভাইস চেয়ারম্যান মো. আলম মোল্লা, মহিলা ভাইস চেয়ারম্যান নাছিমা সুলতানা লাকি, পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মোহাম্মদ গোলাম মোস্তফা, পলাশ উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শাহ মো. আরিফুর রহমান, উপজেলা প্রকল্প কর্মকর্তা মো. ফখরুউদ্দীন আল রাজী, পলাশ প্রেস ক্লাবের সভাপতি এস এম শফি, পারুলিয়া-মাঝেরচর সূর্য তরুণ ক্লাবের সভাপতি শরীফ ইকবাল রাসেল। প্রশিক্ষনে উপজেলার প্রায় অর্ধশতাধিক যুবক ও যুব মহিলাগণ উপস্থিত ছিলেন।