খন্দকার শাহিন,নরসিংদী প্রতিদিন,শনিবার,২১ জুলাই ২০১৮: বাংলাদেশ শিক্ষা প্রতিষ্ঠান কর্মচারী ঐক্য ফেডারেশন নরসিংদী জেলা শাখার আয়োজনে কর্মচারী মিলন মেলা ও সম্মাননা প্রদান করা হয়েছে। ২০ জুলাই শুক্রবার সারাদিন ব্যাপি ড্রিম হলিডে পার্কে তা অনুষ্ঠিত হয়। আয়োজিত এ মিলন মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নরসিংদী সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মনজুর এলাহী। প্রধান অতিথি কর্মচারীদের উদ্দেশ্যে বলেছেন, সারাদেশে চতুর্থ শ্রেণির কর্মচারীরা যদি ঐক্যবদ্ধ থাকে তা হলে সরকার তাদের চাকরী স্থায়ী করণ করতে বাধ্য হবে। এসময় তিনি আয়োজিত এ সংগঠনটির কল্যাণ তহবিলে নগত অর্থ প্রদান করেন।
বাংলাদেশ শিক্ষা প্রতিষ্ঠান কর্মচারী ঐক্য ফেডারেশন নরসিংদী জেলা শাখার সভাপতি মো: আসাদুজ্জামান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন আব্দুল কাদির মেল্লা সিটি কলেজের অধ্যক্ষ ও নকশিস এর সভাপতি ড. মশিউর রহমান মৃধা। তিনি বাংলাদেশ শিক্ষা প্রতিষ্ঠান কর্মচারী ঐক্য ফেডারেশন নরসিংদী জেলা শাখার ভূয়ষী প্রশংসা করেন বলেন, একটি প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ ব্যক্তী হচ্ছে কর্মচারীবৃন্দ। যত বড় কর্মকর্তাই হউক কেনো সে একা সুখী হতে পারবে না। তার কর্মচারী সংশ্লিষ্ট ব্যক্তিদের মাধ্যমে পূর্ণতা পায়। যে কোনো কিছু বাস্তবায়ন করতে হলে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। তিনি আজীবন এ সংগঠনের পাশে থাকার প্রতিশ্রুতি দেন। উদ্বোধক ছিলেন ড্রিম হলিডে পার্কের এম.ডি ও এফ.বি.সি.সি.আই এর পরিচালক প্রবীর কুমার সাহা।
বিশেষ অতিথি হিসেবে ছিলেন, রমনী গ্রুপের এম.ডি আলহাজ্ব নিজাম উদ্দিন ভূইয়া (লিটন), মাধবদী বিশ্ববিদ্যালয় কলেজের এর অধ্যক্ষ দিলীপ কুমার চক্রবর্ত্তী, লাখপুর শিমুলিয়া কলেজের অধ্যক্ষ ও নকশিস শিবপুর উপজেলা শাখার সভাপতি মো: সোহেল চৌধুরী, বাংলাদেশ শিক্ষা প্রতিষ্ঠান কর্মচারী ঐক্য ফেডারেশন কেন্দ্রীয় কমিটির সভাপতি মো: কামরুজ্জামন মিজান, বাংলাদেশ শিক্ষা প্রতিষ্ঠান ৪র্থ শ্রেণি কর্মচারী ইউনিয়ন এর কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি মো: সিরাজুল আলম, বেলাব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মোহাম্মদ আরিফ রহমান ও বেলাব প্রেস ক্লাবের সভাপতি মোশারফ হোসেন(নীলু)।
অনুষ্ঠানের স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ শিক্ষা প্রতিষ্ঠান কর্মচারী ঐক্য ফেডারেশন নরসিংদী জেলা শাখার সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, ৩য় শ্রেণি কর্মচারী ইউনিয়ন নরসিংদী জেলা শাখার সভাপতি ইমরান খান, ৪র্থ শ্রেণি কর্মচারী ইউনিয়ন নরসিংদী জেলা শাখার সভাপতি আব্দুল্লাহ আল-মামুন, শিক্ষা প্রতিষ্ঠান কর্মচারী ঐক্য ফেডারেশন এর নরসিংদী জেলা শাখার সংগঠনিক সম্পাদক আমির হোসেন, বাংলাদেশ শিক্ষা প্রতিষ্ঠান ৪র্থ শ্রেণি কর্মচারী ইউনিয়ন এর নরসিংদী জেলা শাখার সাধারণ সম্পাদক মো: আল-আমিন মিয়া (ছোটন) প্রমূখ।
আয়োজিত এ মিলন মেলায় প্রায় ১৫শ লোক অংশ গ্রহন করেন। তাদের মাঝে সম্মননা প্রদান ও লটারী মাধ্যমে পুরুস্কার বিতরণ করা হয়।