নরসিংদী প্রতিদিন, রবিবার ২২ জুলাই ২০১৮: নরসিংদীতে সাত দিনব্যাপী ফল ও বৃক্ষমেলার উদ্বোধন করা হয়েছে। গতকাল শনিবার বিকেলে জেলা শিল্পকলা একাডেমী চত্বরে এর উদ্বোধন করা হয়। জেলা প্রশাসনের সহযোগিতায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও সামাজিক বন বিভাগের যৌথ উদ্যোগে এই মেলার আয়োজন করা হয়েছে।
প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. লতাফত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আবদুল আউয়াল ও ঢাকা বিভাগীয় বন কর্মকর্তা উম্মে হাবিবা।
এর আগে জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু হয়ে জেলা শিল্পকলা একাডেমী চত্বরে এসে শেষ হয়। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮ টা পর্যন্ত আগামী ২৭ জুলাই পর্যন্ত চলবে।
#