নিজস্ব প্রতিবেদক,নরসিংদী প্রতিদিন,মঙ্গলবার,২৪ জুলাই ২০১৮: আসন্ন বরিশাল, সিলেট এবং রাজশাহী সিটি নির্বাচনে ভোটাধিকার প্রয়োগে ফ্যাসিবাদী সরকারের বাধা আসলে সেই বাধা ভেঙে ফেলার জন্য জনগণ এবং ২০ দলীয় জোটের নেতাকর্মীর প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির ভাইস-চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।
তিনি বলেছেন, ‘খুলনা এবং গাজীপুর সিটি নির্বাচনে সরকার যে পরিস্থিতি সৃষ্টি করেছিল সেখানে জনগণের ভোট দেয়ার কোনো সুযোগ ছিল না। এটি থেকে বেরিয়ে আসতে হলে জনগণ এবং ২০ দলীয় জোটের নেতাকর্মীদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। ভোটাধিকার প্রয়োগের মধ্য দিয়েই অধিকার প্রতিষ্ঠা করতে হবে। সেই ভোটাধিকার প্রয়োগে যেকোনো ধরনের বাধা আসলে সেই বাধা ভেঙে ফেলতে হবে।’
মঙ্গলবার (২৪ জুলাই) সকালে বরিশাল সিটি নির্বাচনে বিএনপি ও ২০ দলীয় জোটের মেয়র প্রার্থী অ্যাডভোকেট মুজিবুর রহমান সারোয়ারের পক্ষে নগরের বিভিন্ন এলাকায় গণসংযোগকালে এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
শামসুজ্জামান দুদু বলেন, ‘বাংলাদেশের নির্বাচনী ব্যবস্থা উন্নয়নের জন্যই বিএনপি সিটি নির্বাচনগুলোতে অংশগ্রহণ করছে। বিএনপির নির্বাচনে অংশগ্রহণ করার মূল লক্ষ্য গণতন্ত্র পুন:প্রতিষ্ঠা করে জনগণের ভোটাধিকার ফিরিয়ে দেয়া। কিন্তু খুলনা এবং গাজীপুর সিটি নির্বাচনে সরকার গায়ের জোড়ে বিএনপির বিজয়কে ছিনিয়ে নিয়েছে।’
নির্যাতনকারী এবং ফ্যাসিবাদী সরকারকে পরাজিত করতে ঐক্যবদ্ধ হওয়ার কোনো বিকল্প নেই জানিয়ে বিএনপির এই শীর্ষনেতা আরও বলেন, ‘আগামী দিনের ঐক্যবদ্ধ আন্দোলনের ওপর আমাদের জয়-পরাজয় নির্ধারিত হবে।’
সুষ্ঠু নির্বাচনে বিএনপি ও ২০ দলীয় জোটের মেয়র প্রার্থী অ্যাডভোকেট মুজিবুর রহমান সারোয়ারের বিজয় সুনিশ্চিত বলেও মন্তব্য করেন তিনি।
পথসভায় বিএনপির সাংগঠনিক সম্পাদক বিলকীশ জাহান শিরিন, বরিশাল দক্ষিণ জেলার সভাপতি এবাদুল হক চান, কৃষকদলের কেন্দ্রীয় প্রচার সম্পাদক অ্যাডভোকেট নাসির হায়দার, কেন্দ্রীয় নেতা মাইনুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।