নিউজ ডেস্ক,নরসিংদী প্রতিদিন,বুধবার, ১ আগস্ট ২০১৮: জরুরি নম্বর ৯৯৯ এ ফোন করে হবিগঞ্জের মাধবপুরে এক কিশোরীর বিয়ে বন্ধ করেছে সহপাঠীরা। ফোন পেয়ে রোববার দুপুরে উপজেলা প্রশাসন এ বিয়ে বন্ধ করে দেয় বলে মহিলা বিষয়ক কর্মকর্তা জান্নাত সুলতানা জানান। অষ্টম শ্রেণিতে পড়ুয়া মেয়েটির রোববার দুপুরে বিয়ে হওয়ার কথা ছিল।
স্থানীয়রা জানায়, সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলা মাইজবাড়ী গ্রামের আবু তাহেরের ছেলে আলমগীরের সঙ্গে মেয়েটির বিয়ের ঠিক হয়। রোববার দুপুরে তার বাড়িতে বিয়ের আয়োজন চলছিল।
বিষয়টি মেয়েটির সহপাঠীরা ৯৯৯ নম্বরে ফোন করে জানালে পুলিশ সদর দপ্তর থেকে মাধবপুর উপজেলা প্রশাসনকে জানানো হয়।
মহিলা বিষয়ক কর্মকর্তা জান্নাত সুলতানা বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোকলেছুর রহমান পুলিশ ও মহিলা বিষয়ক কর্মকর্তাকে নিয়ে ঘটনাস্থলে এসে বিয়ে বন্ধ করে দেন।
খবর পেয়ে বরপক্ষ পালিয়ে গেছে। মেয়েটির বয়স ১৮ না হওয়া পর্যন্ত বিয়ে দিবে না বলে তার অভিভাবক মুচলেকা দিয়েছেন বলে তিনি জানান।