শরীফ ইকবাল রাসেল, বৃহস্পতিবার, ০২ আগষ্ট ২০১৮ খ্রি, নরসিংদী প্রতিদিন ॥
নিরাপদ সড়কের দাবী ও নৌমন্ত্রী সাজাহান খানের পদত্যাগ সহ ৯ দফা দাবীতে নরসিংদীতে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে রেখেছে শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (২ আগস্ট) সকাল ১০ টা থেকে বৃষ্টি উপেক্ষা করে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে রাখে বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা।
এসময় বিভিন্ন দাবী সম্বলিত প্লেকার্ড হাতে নিয়ে স্লোগান দেয় তারা। জরুরি রোগী বহনকারী এম্বুলেন্স ছাড়া সব ধরণের যানবাহন চলাচলে বাধা দিচ্ছে শিক্ষার্থীরা। অবরোধের ফলে ঢাকা-সিলেট মহাসড়কে ছোট বড় সব ধরণের যানবাহন চলাচল বন্ধ হয়ে পড়েছে। দমকল বাহিনী, প্রশাসনের কর্মকর্তাসহ সকলন ধরনের যানবাহন চলাচলে বাধা দেয়া হচ্ছে। এতে কিশোরগঞ্জ, সিলেট, বিবাড়িয়া, ভৈরব, নেত্রকোনা জেলায় যাতায়াতকারী যাত্রীবাহি শত শত বাস আটকা পড়েছে।
নরসিংদীর জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন, পুলিশ সুপার সাইফুল্লাহ আল মামুন অবরোধকারী শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে অবরোধ তুলে নেয়ার অনুরোধ জানালে ৯ দফা দাবী বাস্তবায়ন না হওয়া পর্যন্ত অবরোধ চালিয়ে যাওয়া হবে বলে ঘোষণা দেয় শিক্ষার্থীরা। এসময় বাসচাপায় শিক্ষার্থী নিহত হওয়ার প্রতিবাদ ও বিচার দাবী করে তারা। এর আগে নরসিংদী প্রেসক্লাব গেইট এলাকায় মানববন্ধন করে শিক্ষার্থীরা।