নিজস্ব প্রতিবেদক, নরসিংদী প্রতিদিন, শনিবার, ৪ আগস্ট ২০১৮:
নরসিংদীর রায়পুরা উপজেলার তুলাতলী মডেল হাই স্কুলে শনিবার দিনব্যাপী শিক্ষার্থীদের জন্য বিনা মূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচী ও বিনামূল্যে গাছের চারা বিতরণ করা হয়।
উপস্থিত ৩৫০ জন শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ ও ১৫০ জনের রক্তের গ্রুপ নির্ণয় করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সহ-সভাপতি শফিকুল ইসলাম শেখ তুলু।
অনান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা সাংবাদিক সংস্থার সভাপতি কাজী আব্দুল হামিদ, আমরা নরসিংদীবাসী সংগঠনের সাধারণ সম্পাদক তৌকির আহমেদ, এপেক্স ক্লাব অব ভৈরবের সভাপতি ডা. শফিকুলইসলাম স্বপন, সিনিয়র সহ-সভাপতি শাহরিয়ার সাকির, সাধারণ সম্পাদক সুলতান খান, সদস্য মোকাররম হোসেন ভূইয়া, আজিজুর রহমান সবুজ, কাজী নাজমুল আলম, এপেক্সিয়ান বিউটি সরকার, ইঞ্জিনিয়ার রায়হান খান।
প্রধান অতিথি তার বক্তব্যে দেশের ভবিষ্যত হিসেবে শিক্ষার্থীদের আখ্যায়িত করে দেশ সেবার ব্রত নিয়ে যুগোপযোগী ভাবে নিজেকে তৈরি করার আহবান জানান।