শরীফ ইকবাল রাসেল* সোমবার,৬ আগষ্ট ২০১৮ খ্রি. নরসিংদী প্রতিদিন:
বাদল দিনের প্রথম কদম ফুল করেছো দান, আমি দিতে যে এসেছি শ্রাবনের গান, মেঘের ছায়ায় অন্ধকারে রেখেছি ঢেকে তারে। এমন সব করুন সুর যখন অনুষ্ঠানের হলরুম থেকে ভাসতে থাকে ঠিক তখনই দর্শকদের মনে করিয়ে দেয় বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের কথা। যদিও দর্শকের সংখ্যা ছিলো তুলনামূলক অন্যান্য অনুষ্ঠানের চেয়ে কিছুটা কম।
কবি গুরু রবী ঠাকুরের ৭৭ প্রয়াণ দিসব উপলক্ষে সোমবার সন্ধায় নরসিংদী জেলা প্রশাসন ও জেলা শিল্পকলা একাডেমীর আয়োজনে অনুষ্ঠিত হয় কবিতা আবৃত্তি ও গানের আসর।
জেলা শিল্পকলা একাডেমীর হলরুমে আয়োজিত অনুষ্ঠানে জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন প্রধান অতিথি হিসেবে কবি গুরু রবী ঠাকুরের জীবন ও কর্মময় জীবনের উপড় আলোচনা করেন। জেলা কালচারাল কর্মকর্তা শাহেলা খাতুন এর উপস্থাপনায় এসময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল, নির্বাহী ম্যাজিস্ট্রেট লুবনা ফারজানা, মেহের নিগার, আরাফাত নোমান প্রমূখ।
অনুষ্ঠানে কবিতা আবৃত্তি করেন মোতাহার হোসেন অনিক, দেলোয়ারা ইয়াছমিন ও শিল্পকলা একাডেমীর শিÿার্থীরা।