শরীফ ইকবাল রাসেল, বৃহস্পতিবার, ০৯ আগষ্ট ২০১৮ খ্রি. নরসিংদী প্রতিদিন:
জেলার পলাশ উপজেলার ডাংগা ইউনিয়ন পরিষদের উদ্যোগে শিমুলিয়ারটেক আশ্রায়ন প্রকল্পে বসবাসরত মায়েদের নিয়ে এক মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পবিার দুপুরে অনুষ্ঠিত সমাবেশে নরসিংদী জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আলোচনা করেন। এসময় আরো উপস্থিত ছিলেন পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা ভাস্কর দেবনাথ বাপ্পি, জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরুখ খান, আরাফাত মোহাম্মদ নোমান, তাহমিনা আক্তার ও ডাংগা ইউপি চেয়ারম্যান সাবের উল হাই।
সমাবেশে প্রধান অতিথি উপস্থিত মায়েদের লক্ষ করে বলেন, আজকে যে সন্তানটি স্কুলে লেখাপড়া করছে কালকে সে-ই সরকারের গুরু দায়িত্ব পালন করবে। তাই তাদের আদর সোহাগ দিয়ে লেখাপড়া করিয়ে মানুষের মতো মানুষ করতে হবে। আর খেয়াল রাখতে হবে তারা যেনো বিপদগামী না হয়। এর আগে তিনি একটি বাড়ি একটি খামার প্রকল্পের আওতায় আশ্রায়ন প্রকল্প এলাকায় বসবাসকারী সদস্যদের সাথে একটি উঠান বৈঠক করেন এবং প্রকল্পে বসবাসকারীদের আবাসস্থল পরিদর্শন শেষে উপজেলা মৎস্য অফিসের উদ্যোগে একটি পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন।
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শাহ মো. আরিফুর রহমান এর উপস্থাপনায় আরো উপস্থিত ছিলেন পলাশ থানার অফিসার ইনচার্জ মকবুল হোসেন ভূইয়া, ডাংগা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসাদুজ্জামান খান। এছাড়াও এলাকার কয়েক হাজার জনগণ উপস্থিত ছিলেন।