নিউজ ডেস্ক,নরসিংদী প্রতিদিন, শনিবার,১১ আগস্ট ২০১৮:
রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালের সামনে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের গাড়িতে ধাক্কা দেয় একটি লোকাল বাস। এসময় স্বরাষ্ট্রমন্ত্রী গাড়ির ভেতরেই ছিলেন। প্রাথমিকভাবে জানা যায়, মন্ত্রী সুস্থ আছেন, তিনি আঘাতপ্রাপ্ত হননি।
শুক্রবার (১০ আগস্ট ) রাত পৌনে ৯টায় দিকে এই ঘটনা ঘটে বলে জানান, শেরেবাংলানগর থানা পুলিশ।
শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জি. জি. বিশ্বাস বলেন, আমি একটি বিয়ের দাওয়াতে এসেছি। তাই এ নিয়ে বিস্তারিত জানিনা। ঘটনাস্থলে এসআই রুহুল আমিন গিয়েছিলেন।
জানতে চাইলে শেরেবাংলা নগর থানার এসআই রুহুল আমিন বলেন, নিউ ভিশন পরিবহনের একটি বাস মন্ত্রীর গাড়িতে ধাক্কা দেয়। ওই সময় মন্ত্রী গাড়িতে ছিলেন। এসময় বাসটি চালাচ্ছিলেন হেলপার।
তিনি বলেন, হেলপার ইমন ও চালক মানিককে আটক করেছি। ওই বাস (নম্বর- ঢাকা মেট্রো-ব-১১-৭৪৭৫)।
ট্রাফিক পশ্চিম বিভাগের উপ-কমিশনার (ডিসি) লিটন কুমার সাহা বলেন, থানায় নেয়ার পর বাসটিকে ডাম্পিংয়ে দেয়া হয়। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে। হতাহতের কোনো ঘটনা ঘটেনি।
তিনি আরও বলেন, ক্ষতিগ্রস্ত গাড়িটি ঘটনাস্থলে নেই। মন্ত্রী মহোদয় ওই গাড়ি নিয়েই তার গন্তব্যে চলে গেছেন।