শরীফ ইকবার রাসেল,নরসিংদী:
বঙ্গবন্ধুশেখ মুজিবুর রহমান এর ৪৩ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে নরসিংদী জেলা প্রশাসনের তিনদিনের কর্মসূচীর অংশ হিসেবে মঙ্গলবার বিকেলে নরসিংদী সদর উপজেলা মোড়ে পথ নাটক মঞ্চস্ত হয়েছে। নরসিংদী জেলা প্রশাসন পরিচালিত বাঁধন হারা’র পরিচাবেশনায় কামরুজ্জামান তাপু’র পরিচালনায় “বাঙালী” নামক একটি পথ নাটক মঞ্চস্ত হয়।
এসময় নরসিংদী জেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মতিন ভূইয়া, জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন, স্থানীয় সরকার উপ পরিচালক ড. এটিএম মাহবুব উল করীম, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট সুষমা সুলতানা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আব্দুল আইয়াউল, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. সাইফুল ইসলাম, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আব্দুল মোতালিব পাঠানসহ সরকারী ও বেসরকারী বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ।
বঙ্গবন্ধুর জীবন দর্শন, বাঙালীদের পরিচয় ও পাকিস্তানীদের নানা অপকর্মের বিষয়গুলো উপস্থাপিত হয় এ নাটকে।