খন্দকার শাহিন,নরসিংদী প্রতিদিন, ১৭ আগষ্ট শুক্রবার ২০১৮: ঢাকা-সিলেট মহাসড়কে নরসিংদীর মাধবদীতে শিশুকে বাচাঁতে গিয়ে প্রাইভেটকারের নিয়ন্ত্রন হারিয়ে নিহত ৪ বন্ধুর স্মরণে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৭ আগস্ট) দুপুরে ভগীরথপুর হাজী লাল মিয়া মোল্লা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে দুর্ঘটনার ২য় বর্ষ উপলক্ষে নিহতদের স্মরণ সভা হয়। ২০১৬ সালের এই দিনে মাধবদীর পাভেল, অভি, লিমন ও তুষার মর্মান্তিক সড়ক দুর্ঘাটনায় নিহত হয়। নিহত চার বন্ধুর মধ্যে আশিকুর রহমান পাভেল মাধবদীর বিশিস্ট শিল্পপতি আলহাজ্ব আব্দুল মোমেন মোল্লার একমাত্র ছেলে ।
আশিকুর রহমান পাভেল ফাউন্ডেশনের আয়োজনে এ স্মরণ সভায় উপস্থিত ছিলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী লে: কর্ণেন (অব:) মোহাম্মদ নজরুল ইসলাম (বীর প্রতীক) এমপি, সাবেক সংসদ সদস্য, নরসিংদী- ২ আলহাজ্ব ডা: আনোয়ারুল আশরাফ খাঁন (দিলীপ), সাবেক সংসদ সদস্য, নরসিংদী-১ খায়রুল কবির খোকন, মাধবদী পৌরসভার মেয়র হাজী মোশাররফ হোসেন প্রধান মানিক, মেহেরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মাহাবুবুল হাসান ও পাভেল ফাউন্ডেশনের সদস্যবৃন্দ সহ বিভিন্ন গন্যমাণ্য ব্যক্তিবর্গ।
স্মরণ সভায় নিহত পাভেল এর পিতা আব্দুল মোমেন মোল্লা বলেন, সড়ক দুর্ঘটনায় একমাত্র ছেলেকে হারিয়েছি দুই বছর হলো। এ শোক আজও আমার পরিবার কাটিয়ে উঠতে পারেনি। তিনি প্রশাসনের কাছে সড়ক দুর্ঘটনা রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করত: নিরাপত্তা জোরদারের দাবী জানান।