শরীফ ইকবাল রাসেল,নরসিংদী:
নরসিংদী সরকারী অবসরপ্রাপ্ত কর্মচারী কল্যাণ সমিতির উদ্যোগে শিক্ষা বৃত্তি ও চিকিৎসার জন্য অর্থ সহায়তা প্রদান করা হয়েছে। আজ সকালে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এক অনুষ্ঠানের মাধ্যমে জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনানইন এই অর্থ বিতরণ করেন। সমিতির সভাপতি প্রফেসর গোলাম মোস্তাফা মিয়ার সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. আব্দুল আউয়াল, সাবেক সভাপতি প্রফেসর মোহাম্মদ আলী, নরসিংদী চেম্বারের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আব্দুল মোমেন মোল্লা, আলী হোসেন শিশির সহ আরো অনেকে। সবশেষে সমিতির পক্ষ থেকে ২০৫ জন ব্যক্তিকে শিক্ষা ও চিকিৎসার জন্য অর্থ বিতরণ করা হয়।