শরীফ ইকবাল রাসেল,নরসিংদী:
নরসিংদীর ঢাকা-সিলেট মহাসড়কের বেলাবো উপজেলার দড়িকান্দি নামক স্থানে যাত্রীবাহী বাস ও লেগুনার সংঘর্ষে ১০ ব্যক্তি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ৮ ব্যক্তি। সোমবার রাত প্রায় সাড়ে ৮টার সময় এ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। বেলাবো থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ মাহমুদ এই তথ্য নিশ্চিত করে জানান, ভৈরব থেকে মহাখালীগামী ‘ঢাকা বস’ পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সাথে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী লেগুনার মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে লেগুনা ও বাসের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই ৮ ব্যক্তি নিহত হয়েছেন। এসময় আরও ৮ ব্যক্তি আহত হয়। আহতদের জেলা হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের মধ্যে একজনকে হাসপাতালে নেওয়ার পথে ও আরেকজন হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।
ওসি আরও জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিস, থানা পুলিশ, হাইওয়ে পুলিশ ঘটনাস্থল পৌছে নিহতদের উদ্ধার করেন।
ভৈরব হাইওয়ে থানার ওসি মো. তরিকুল ইসলাম জানান, বাস-লেগুনার সংঘর্ষে ঘটনাস্থলেই ৮ ব্যক্তি ও হাসপাতালে নেওয়ার পথে একজন এবং চিকিৎসাধীন অবস্থায় আরেকজনের মৃত্যু হয়।
নিহদের মধ্যে যাদের পরিচয় পাওয়া গেছে তারা হলেন, আবুল হোসেন (৫৫), আব্দুল মিয়া (২৪), মোশারফ (১৮), সুমন (৩০), লেগুনার ড্রাইভার মাসুম (২২), হেলপাড় শাহাদাত হোসেন। বাকীদের নাম জানা যায়নি।
নরসিংদী জেলা প্রশাসকের পক্ষে জেলা প্রশাসক কার্যালয়ের ম্যাজিস্ট্রেট আরাফাত মোহাম্মদ নোমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।