নিউজ ডেস্ক,নরসিংদী প্রতিদিন,সোমবার, ২০ আগস্ট ২০১৮: গাইবান্ধার পলাশবাড়ীতে ঢাকা-রংপুর মহাসড়কের মহেশখালি এলাকায় বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। আজ সোমবার বিকেল পাঁচটার দিকে এই দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনায় ঘটনাস্থলেই তিনজন ও হাসপাতালে নেওয়ার পথে একজন মারা যান। নিহতরা সকলেই অটোরিকশার যাত্রী ছিলেন।
গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ আব্দুল হামিদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানাতে পারেননি তিনি।