লক্ষন বর্মন, নরসিংদী প্রতিদিন, বুধবার ২২ আগস্ট ২০১৮: নরসিংদীতে বিপুল উৎসাহ ও উদ্দীপনার মধ্যদিয়ে বিভিন্ন ঈদগাহে ঈদুল আযহার নামাজ আদায় করেছেন ধর্মপ্রাণ মুসল্লিরা। আজ বুধবার সকাল থেকেই বিভিন্ন বয়সের মানুষ ঈদের আনন্দ ভাগাভাগি করতে ঈদগাহে মিলিত হন।
সকাল ৯টায় ঐতিহাসিক চিনিশপুর ঈদগাহ্ ময়দানে মুসল্লিরা ঈদের নামাজ আদায় করেন।
জামাতে ইমামতি করেন এশিয়ান ইউনিভার্সিটির সহকারী অধ্যাপক মো. রফিকুল ইসলাম আলমাদানী।
বিএনপির যুগ্ম মহাসচিব ও জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকনসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ এই নামাজে অংশ নেয়।
এদিকে সকাল সাড়ে ৮টায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয় গাবতলী জামেয়া কাসেমিয়া কামিল মাদ্রাসা ঈদগাহ্ ময়দানে।
ইমামতি করেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন আলেম ও গাবতলী মাদ্রাসার অধ্যক্ষ কামাল উদ্দিন জাফরি।
পানিসম্পদ প্রতিমন্ত্রী লে. কর্নেল (অব.) মো. নজরুল ইসলাম বীর প্রতীক, উপজেলা চেয়ারম্যান, পুলিশ প্রশাসনসহ জেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এই নামাজে অংশ নেয়।
নামাজ শেষে জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতারা বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন।
#