1. khandakarshahin@gmail.com : Breaking News : Breaking News
  2. laxman87barman@gmail.com : laxman barman : laxman barman
  3. shahinit.mail@gmail.com : narsingdi : নরসিংদী প্রতিদিন
  4. msprovat@gmail.com : ms provat : ms provat
  5. hsabbirhossain542@gmail.com : সাব্বির হোসেন : সাব্বির হোসেন
শনিবার, ১০ জুন ২০২৩, ০৩:৫৫ পূর্বাহ্ন

বিজ্ঞাপণ দিতে ০১৭১৮৯০২০১০

রাজ্জাক-জসিম-সালমান শাহ-মান্নার নামে কোরবানি

ডেস্ক রিপোর্ট | নরসিংদী প্রতিদিন
  • প্রকাশের তারিখ | বুধবার, ২২ আগস্ট, ২০১৮
  • ২২৮ পাঠক

বিনোদন ডেস্ক,নরসিংদী প্রতিদিন,২২ আগস্ট ২০১৮;
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে এফডিসিতে চারটি গরু কোরবানি দিয়েছে চলচ্চিত্র শিল্পী সমিতি। এসব কোরবানি দেওয়া হয়েছে চলচ্চিত্রের প্রয়াত কিংবদন্তি শিল্পীদের নামে।

যাদের নামে কোরবানি দেওয়া হয়েছে তারা হলেন- নায়করাজ রাজ্জাক, জসিম, সালমান শাহ, মান্না, জাফর ইকবাল, রানী সরকার, রোজি সিদ্দিকী, খলিলউল্লাহ খান, আমির হোসেন বাবু প্রমুখ। চারটি গরুর মধ্যে তিনটি দিয়েছে শিল্পী সমিতি এবং একটি দিয়েছেন অভিনেতা ও প্রযোজক মনোয়ার হোসেন ডিপজল।

এমনটা নিশ্চিত করেছেন শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান। তিনি বলেন, সকাল আটটায় ঈদের নামাজ শেষে এফডিসির শিল্পী সমিতি চত্বরে চারটি গরু জবাই দেওয়া হয়। শিল্পী সমিতি যে তিনটি গরু কোরবানি দিয়েছে সেটা বিভিন্ন জনের অনুদানের টাকায়। শিল্পী সমিতির নিজস্ব ফান্ডের অর্থ দিয়ে নয়। তবে কারো থেকে কোনো চাঁদা নেয়া হয়নি।

‘শিল্পী সমিতি শুধু চারটি গরু কোরবানি দিচ্ছে না, এর সঙ্গে সঙ্গে সেমাই, চিনি, চাল এগুলো ঈদের শুভেচ্ছা প্যাকেট বানিয়ে সমিতির তালিকাভুক্ত সদস্যদের বাসায় পৌঁছে দিচ্ছে। সেখানে ঈদ মোবারক লেখা আছে। আর যারা অস্বচ্ছল, আর্থিক সংকটে ভুগছেন সেসব শিল্পীরা পাবেন কোরবানির মাংস’-জানান এই নায়ক।



এই পাতার আরও সংবাদ:-



বিজ্ঞাপণ দিতে ০১৭১৮৯০২০১০



DMCA.com Protection Status
টিম-নরসিংদী প্রতিদিন এর সার্বিক তত্ত্বাবধানে শাহিন আইটি এর একটি প্রতিষ্ঠান-নরসিংদী প্রতিদিন-
Theme Customized BY WooHostBD