স্পোর্টস ডেস্ক,নরসিংদী প্রতিদিন,মঙ্গলবার,২৮ আগস্ট ২০১৮:
২০১২ ও ২০১৬ সালের এশিয়া কাপের ফাইনাল এখনও ভুলেনি টাইগাররা। হাতের কাছ থেকে হাতছাড়া হওয়া সেই স্বপ্নকে এবার ধরতে মরিয়া মাশরাফি বাহিনী। এশিয়া কাপের আসন্ন আসরকে ঘিরেও রয়েছে তুমুল আগ্রহ। সেই আগ্রহকে আরও জাগিতে তুলতে চেষ্টা করছেন টাইগারা ক্যাপ্টেন। এমনটিই জানিয়েছেন উদীয়মান পেসার আবু জায়েদ রাহি।
গতকাল সোমবার (২৭ আগস্ট) থেকে শুরু হয়েছে সেই মিশনের প্রস্তুতি পর্ব। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে চলছে নিজেদের ঝালিয়ে নেয়ার পর্ব।
এশিয়া কাপে সব ব্যর্থতা ভুলে শিরোপা জিততে চায় বাংলাদেশ। রাহি জানালেন, ‘যদি পরিকল্পনা জানতে চান, তাহলে বলব আমরা চ্যাম্পিয়ন হতে চাই। একটু আগে ড্রেসিং রুমে একটা মিটিং হয়েছিল আমাদের মধ্যে। মাশরাফি ভাই বলেছেন, সবার মধ্যে বিশ্বাস রাখতে যেন আমরা চ্যাম্পিয়ন হতে পারি। আমরা শুধুই অংশগ্রহন করতে যাচ্ছি না।’
উইন্ডিজ সফর নিয়ে রাহি বলেন, ‘মাশরাফি ভাইয়ের সঙ্গে এটাই আমার প্রথম সফর ছিল। গায়ানাতে যখন তাকে দেখেছি, অনেক আত্মবিশ্বাসী মনে হয়েছিল। উনি আমাদের বিশ্বাস দিয়েছিলেন যে, তোরা যদি বিশ্বাস রাখিস তাহলে তোরা পারবি। আর আমরা সেটা পেরেছি।’