1. khandakarshahin@gmail.com : Breaking News : Breaking News
  2. laxman87barman@gmail.com : laxman barman : laxman barman
  3. shahinit.mail@gmail.com : narsingdi : নরসিংদী প্রতিদিন
  4. msprovat@gmail.com : ms provat : ms provat
  5. hsabbirhossain542@gmail.com : সাব্বির হোসেন : সাব্বির হোসেন
বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১০:৩১ পূর্বাহ্ন

বিজ্ঞাপণ দিতে ০১৭১৮৯০২০১০

মাধবদীর ডৌকাদী গ্রামে তুচ্ছ ঘটনার জেরে বড়ভাই খুন

ডেস্ক রিপোর্ট | নরসিংদী প্রতিদিন
  • প্রকাশের তারিখ | মঙ্গলবার, ২৮ আগস্ট, ২০১৮
  • ৪১১ পাঠক

খন্দকার শাহিন,নরসিংদী প্রতিদিন,মঙ্গলবার, ২৮ আগস্ট ২০১৮: নরসিংদীর মাধবদীতে তুচ্ছ ঘটনার জের ধরে আপন বড়ভাইকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। আজ ২৮ আগস্ট মঙ্গলবার সকালে মাধবদীর ডৌকাদী গ্রামে এ ঘটনা ঘটে। নিহতের নাম মোক্তার হোসেন (৪০)। ঘটনার পর থেকে ছোট ভাই আমান উল্লাহ (৩৫) পলাতক রয়েছে।

মাধবদীর ডৌকাদী গ্রামে ছোট ভাইয়ের ছুরকাঘাতে নিহত মুক্তারের স্ত্রী ও সন্তান।

জানা যায়, ডৌকাদী গ্রামের মৃত তোতা মিয়ার ছেলে মোক্তার ও আমান উল্লাহ দীর্ঘদিন যাবৎ তাদের বাড়িতে একই বৈদ্যুতিক মিটার যৌথভাবে ব্যবহার করে আসছিলো। ঘটনার দিন সকালে বিগত মাসের ব্যবহৃত বিদ্যুৎ বিল নিয়ে দুই ভাইয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তা চরম আকার ধারণ করলে ছোট ভাই আমান উল্লাহ বড় ভাই মোক্তারের বুকে ছুরিকাঘাত করে। এতে মোক্তার গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়লে প্রথমে তাকে নারায়নগঞ্জের আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে ঢাকায় নেয়ার পথে তার মৃত্যু হয়। সংসার জীবনে মোক্তারের স্ত্রীসহ এক মেয়ে ও এক ছেলে রয়েছে।

মাধবদী থানার পরিদর্শক (তদন্ত) আবুল কালাম নরসিংদী প্রতিদিনকে জানান জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার পর থেকে ঘাতক আমানুল্লাহ পলাতক রয়েছে এবং আসামীকে আটকের জোর চেষ্টা চলছে বলেও তিনি জানান।



সংবাদটি শেয়ার করিুন

এই পাতার আরও সংবাদ:-



বিজ্ঞাপণ দিতে ০১৭১৮৯০২০১০



DMCA.com Protection Status
টিম-নরসিংদী প্রতিদিন এর সার্বিক তত্ত্বাবধানে শাহিন আইটি এর একটি প্রতিষ্ঠান-নরসিংদী প্রতিদিন-
Theme Customized BY WooHostBD