খন্দকার শাহিন,নরসিংদী প্রতিদিন,মঙ্গলবার, ২৮ আগস্ট ২০১৮: নরসিংদীর মাধবদীতে তুচ্ছ ঘটনার জের ধরে আপন বড়ভাইকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। আজ ২৮ আগস্ট মঙ্গলবার সকালে মাধবদীর ডৌকাদী গ্রামে এ ঘটনা ঘটে। নিহতের নাম মোক্তার হোসেন (৪০)। ঘটনার পর থেকে ছোট ভাই আমান উল্লাহ (৩৫) পলাতক রয়েছে।
মাধবদীর ডৌকাদী গ্রামে ছোট ভাইয়ের ছুরকাঘাতে নিহত মুক্তারের স্ত্রী ও সন্তান।
মাধবদী থানার পরিদর্শক (তদন্ত) আবুল কালাম নরসিংদী প্রতিদিনকে জানান জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার পর থেকে ঘাতক আমানুল্লাহ পলাতক রয়েছে এবং আসামীকে আটকের জোর চেষ্টা চলছে বলেও তিনি জানান।