স্পোর্টস ডেস্ক,নরসিংদী প্রতিদিন,মঙ্গলবার,২৮ আগস্ট ২০১৮: এখন তিনি জুভেন্টাসের প্রাণভোমরা। তখন ছিলেন রিয়ালের। অথচ জুভদের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে করা গোলটির উয়েফার বর্ষসেরা গোলের পুরস্কার এনে দিলো সাবেক রিয়াল মাদ্রিদ তারকা ক্রিস্টিয়ানো রোনালদোকে।
গত ১২ মাসে উয়েফার প্রতিটি প্রতিযোগিতা থেকে একটি করে মোট ১১টি গোলের সংক্ষিপ্ত তালিকা থেকে রোনালদোর বাইসাইকেল গোলটি শীর্ষে উঠে আসে।
গত বছর এই পুরস্কার জিতেছিলেন রোনালদোর জুভেন্টাস সতীর্থ মারিও মানজুকিচ। তার আগে ২০১৫ ও ২০১৬ সালে জিতেন বার্সেলোনার আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। পুরস্কারটির জন্য ১ লাখ ৯৭ হাজার ৪৯৬টি ভোট পান রোনালদো, যা মনোনীত অন্য যে কোনো গোলের পাঁচ গুণেরও বেশি।
দ্বিতীয় সেরা গোল নির্বাচিত হয়েছে ইউরোপা লিগের শেষ আটে লাইপজিগের বিপক্ষে মার্সেইয়ের দিমিত্রি পায়েতের করা গোলটি।
পুরস্কার জয়ের পর টুইটারে সবাইকে ধন্যবাদ জানিয়ে রোনালদো লিখেন- ‘আমাকে যারা ভোট দিয়েছেন সবাইকে ধন্যবাদ। মুহূর্তটা কখনোই ভুলব না, বিশেষ করে মাঠে উপস্থিত সমর্থকদের প্রতিক্রিয়া।’