নারায়ণগঞ্জ,নরসিংদী প্রতিদিন,বৃহস্পতিবার,৩০ আগস্ট ২০১৮: সরকারের বিরুদ্ধে নাশকতার পরিকল্পনার অভিযোগে নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি খায়রুল ইসলাম সজীবসহ ১৪ জন নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ বুধবার দুপুরে খায়রুল ইসলাম সজীবের রাজধানীর বাসা থেকে তাকে গ্রেপ্তার করে সোনারগাঁও থানা পুলিশ।
পুলিশ জানিয়েছে, সোনারগাঁও থানা পুলিশের একটি টিম মঙ্গলবার রাতে সোনারগাঁও উপজেলার কাঁচপুর থেকে থানা ছাত্রদলের ১৩ জন নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতরা হলেন মোজাম্মেল, কাজী হিমেল, বিল্লাল হোসেন, রুহুল আমিন, পাবেল, ফরহাদ হেসেন, আব্দুল হালিম, ওমর ফারুক, আবুল বাশার, সাইদুর রহমান, খোরশেদ আলম, ইউনুছ, সাইজউদিন, জাকারিয়া। সরকারের বিরুদ্ধে নাশকতার পরিকল্পনার অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়।
এ বিষয়ে সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোর্শেদ আলম জানিয়েছে, রাতে কাঁচপুর এলাকায় একটি অফিসে সরকারের বিরুদ্ধে নাশকতার পরিকল্পনা করার সময় তাদের গ্রেপ্তার করা হয়।
তাদের গ্রেপ্তারের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক রাকিব হাসান রাজ।