শরীফ ইকবাল রাসেল*
নরসিংদী প্রতিদিন,শনিবার, ১ সেপ্টেম্বর ২০১৮: সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড জন সম্মুখে তুলে ধরার লক্ষে শনিবার নরসিংদীতে অনুষ্ঠিত হয়েছে উন্নয়ন কনসার্ট। “অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় বাংলাদেশ” এই শ্লোগানকে ধারন করে নরসিংদীর মুছেলেহ উদ্দীন ভূইয়া স্টেডিয়ামে এই কনসার্ট অনুষ্ঠিত হয়েছে।
সংস্কৃতি বিষয়ক মন্ত্রনালয়ের আয়োজনে নরসিংদী জেলা প্রশাসনের সহায়তায় সরকারের নানামুখী উন্নয়ন কর্মকার্ন্ড কনসার্টের মাধ্যমে তুলে ধরা হয়। অনুষ্ঠানে দেশের খ্যাতনামা নগর বাউল, সোলস, রকস্টার সহ স্থানীয় শিল্পীদের সংগীত শেষে আতশবাজি উৎসব, লেজার শো অনুষ্ঠিত হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন, পানি সম্পদ প্রতিমন্ত্রী লে: কর্ণেল (অব:) মোহাম্মদ নজরুল ইসলাম (বীর প্রতিক), জেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মতিন ভূইয়া, ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম, পুলিশ সুপার সাইফুল্লা আল মামুন, স্থানীয় সরকার অধিদপ্তরের উপ পরিচালক ড. এটিএম মাহবুব উল করীম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: আব্দুল আউয়াল, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুষমা সুলতানা, নরসিংদী পৌরসভার মেয়র
কামরুজ্জামান সহ সরকারী উচ্চ পর্যায়ের কর্মকর্তা ও সরকারী দলের নেতাকর্মীগণ। অনুষ্ঠান উপভোগ করতে নরসিংদীসহ আশপাশ এলাকা থেকে হাজার হাজার সাধারন মানুষ উপস্থিত ছিলেন।