নিউজ ডেস্ক,নরসিংদী প্রতিদিন, রবিবার, ২ সেপ্টেম্বর ২০১৮: নরসিংদী পৌর শহরের সাটিরপাড়া কালীকুমার উচ্চ বিদ্যালয়ের সামনে একটি ঝোপের ভেতর অজ্ঞাত এক ফুটফুটে ছেলে নবজাতকের লাশ পাওয়া গেছে।
গত শুক্রবার দুপুরে ঝোপের ভেতর বিছানার চাদর দিয়ে পেঁচানো অস্থায় ওই নবজাতকের মরদেহ পাওয়া যায়। এসময় মর্মান্তিক এই দৃশ্য দেখতে স্থানীয় এবং আশেপাশের এলাকার নারী-পুরুষরা ভীড় করে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, রাস্তার পাশে ঝোপের ভেতর কে বা কারা ফুটফুটে ওই ছেলে নবজাতকের লাশ ফেলে রেখে গেছে। তা দেখতে ভীড় জমাচ্ছে সাধারণ মানুষ। পরে মরদেহটি উদ্ধার করে স্থানীয় ছেলেদের নিয়ে কাউরিয়াপাড়া কবরস্থানে দাফন করা হয়েছে।