নরসিংদী প্রতিদিন, ০২ সেপ্টেম্বর ২০১৮: নরসিংদীতে শুক্রবার সকালে সার্কিট হাউজ সম্মেলন কক্ষে নরসিংদী জেলা কৃষক লীগের উদ্যোগে বর্ধিত সভার আয়োজন করা হয়।
জেলা কৃষক লীগের সভাপতি মোঃ লাবীব উদ্দিন এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন নরসিংদী জেলা আওয়ামীলীগের সভাপতি পানিসম্পদ প্রতিমন্ত্রী লে: কর্নেল (অবঃ)আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম হিরু বীরপ্রতীক এমপি।
উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষক লীগের সভাপতি আলহাজ্ব মোঃ মোতাহার হোসেন মোল্লা। বিশেষ অতিথি ছিলেন নরসিংদী জেলাপরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব আঃ মতিন ভূঁইয়া। বাংলাদেশ কৃষক লীগের কেন্দ্রীয় সহ-সভাপতি আলহাজ্ব মোঃ নুর উদ্দিন মোল্লা। বাংলাদেশ কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ আবুল হোসেন কেন্দ্রীয় কৃযক লীগের সাংগঠনিক সম্পাদক এডঃ আলহাজ্ব মোঃ সামসুল হক
সঞ্চালনা করে জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব এডঃ নজরুল ইসলাম রিপন। এছাড়াও জেলা ও উপজেলা কৃষক লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।